আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে জঙ্গিহানা৷বহু পুলিশ জুনিয়র পুলিশের পণবন্দি থাকার আশঙ্কা৷ পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ছয় জঙ্গি হামলা চালিয়েছে৷ গুরুতর জখম ৬৫, মৃত ৪৪৷চলছে গুলির লড়াই৷বালোচিস্তান পুলিশ চিফ আহশান মেহেবুব জানিয়েছেন, হঠাৎই গুলি করতে করতে পুলিশ ট্রেনিং সেন্টারের ভিরতে প্রবেশ করে জঙ্গিরা৷প্রতিরোধ করে পুলিশ৷ ফলে জখম হয়৷
ইতিমধ্যে ট্রেনিং সেন্টারকে বাইরে থেকে ঘিরে ফেলে পাক সেনার সন্ত্রাস দমন শাখা৷সেনা সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ ইতিমধ্যেই এই বর্বরোচিত হামলার নিন্দা করেছেন তেহরখ-ই-ইনসাফের প্রধান ইমরান খান৷একে কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেছেন তিনি৷শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২০০ পণবন্দিকে উদ্ধার করেছে সেনা এবং গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির৷-কলকাতা২৪
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস