আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় জঙ্গিসহ নিহত অর্ধশতাধিক। আহত হয়েছে শতাধিক। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কমপক্ষে ৬শ’ পুলিশ ক্যাডেট অবস্থান করছিলেন। উদ্ধার করা হয়েছে ২শ’ জনকে। তবে প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানায়, হামলায় ৫১ জন নিহত হয়েছে, এদের অধিকাংশই ক্যাডেট ছাত্র। আহত হয়েছে ৯৭ জন।
স্থানীয়রা জানিয়েছেন, ছয় সন্ত্রাসী প্রধান ফটক দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে । এর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ও স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোরা অভিযান চালায়। অভিযানে আক্রমণকারী সব সন্ত্রাসী নিহত হয়েছে।
সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার কলেজ এলাকার আশপাশে টহল দিচ্ছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা। এখানে বিচ্ছিন্নতাবাদী ও কথিত ইসলামিক স্টেট উভয় দলই অতীতেও এরকম আরো হামলা চালিয়েছে। গত আগস্টে কোয়েটার একটি হাসপাতাল ও আইনজীবীদের ভবনে সন্ত্রাসী হামলায় ৮৮ জন নিহত হন।
২৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম