মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০২:৪০:২৩

মালয়েশিয়ায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৬

মালয়েশিয়ায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ জোহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর সীমান্তের কাছে জোহর বাহরুর সুলতানাহ আমিনাহ হাসপাতালের  নিবিড় পরিচর্যা ইউনিটের ভেতর আগুন লাগলে সাতজন আটকা পড়েন।
 
টুইটারে মালয়েশিয়ার আগুন ও উদ্ধার বিভাগ জানিয়েছে, সেখান থেকে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
 
কি কারণে আগুন লেগেছে কিংবা নিহতরা রোগী নাকি হাসপাতালের কর্মচারী সেটি জানা যায়নি।


হাসপাতাল থেকে বের করে আনা রোগীদের রাজ্যের অন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আবদুল্লাহ।  
২৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে