মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০৪:৩৪:৫৮

ভারতের রাজধানী দিল্লির নয়াবাজারে বিস্ফোরণ

ভারতের রাজধানী দিল্লির নয়াবাজারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির নয়াবাজারে বিস্ফোরণ। আহত ৫ জন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

কী কারণে এই বিস্ফোরণ? তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তাবাহিনী। বিস্ফোরণস্থল ঘিরে শুরু হয়েছে তল্লাশি। পৌঁছেছেন দিল্লি পুলিশের শীর্ষকর্তারা। বাজির মশলা থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেইসময় একজন লোক চটের ব্যাগে করে কিছু নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যান্টি-টেরর স্কোয়াড। সমস্তরকম সম্ভাবনা খতিয়ে দেখছে তারা।
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে