আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলার অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের মধ্যে অধিকাংশই সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সদস্য।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক পুলিশ সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, তখন রাত সাড়ে ১০টা। অধিকাংশ শিক্ষানবিশ পুলিশ সদস্য ততক্ষণে ঘুমিয়ে পড়ছিলেন। এ সময় ভারি অস্ত্রে সজ্জিত তিনজন কলেজের ডরমেটরিতে ঢুকে পড়ে। তাদের কাছে কালাশনিকোভ রাইফেল ছিল।
তিনি জানান, প্রথমেই তারা গেটে থাকা প্রহরীকে গুলি করে। এরপর নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে। এতে অনেকে গুলিবিদ্ধ হয়। এরই মধ্যে দুইজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
এসময় একটি দেওয়ালের ওপাশে ঝাঁপিয়ে পড়ে তিনি রক্ষা পেয়েছেন বলে জানান ওই প্রত্যক্ষদর্শী। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এই হামলা চলতি বছর পাকিস্তানে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যেন অন্যয়তম বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা বেলুচিস্তান সেনাবাহিনীর। সূত্র: ডন
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস