আন্তর্জাতিক ডেস্ক: নিজের পছন্দ মতো গোল রুটি বানাতে না পারায় মেয়েকে খুন করেছেন এক পাষণ্ড বাবা। এ ঘটনায় ওই বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
পাকিস্তানের লাহোরে নির্মম এই ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইল ও এক্সপ্রেস ট্রিবিউন'র।
জানা গেছে, নিজের পছন্দ মতো গোল রুটি বানাতে না পারায় মেয়ে আনিকাকে খুন করে বাবা খালিদ মেহমুদ। এরপর আনিকার লাশ লাহোরের মায়ো হাসপাতালের বাইরে ফেলে আসা হয়।
মেয়েকে খুন করেই ক্ষান্ত হয়নি ঘাতক বাবা। খাবার কিনতে গিয়ে মেয়ে আর বাড়ি ফিরেনি এবং সে অপহৃত হয়ে থাকতে পারে মর্মে পুলিশকে জানায় সে।
পুলিশ তদন্ত করতে নামলেই আসল ঘটনা বের হয়ে আসে বলে জানান প্রসিকিউটর।
উল্লেখ্য, চাপাতি ধরনের গোলাকার এই রুটি দেখতে অনেকটা চ্যাপ্টা। তরকারি এবং চাটনি দিয়ে খাওয়া এ রুটি পাকিস্তানিদের প্রাত্যহিক খাবার তালিকার অন্যতম।
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস