মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১০:৩১:৪৩

দ্রুত মার্কিন সেনাদের ভূখণ্ড ছাড়ার নির্দেশ দিলো ফিলিপাইন

দ্রুত মার্কিন সেনাদের ভূখণ্ড ছাড়ার নির্দেশ দিলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সঙ্গে ক্রমশ সংঘাতে জড়াচ্ছে ফিলিপাইন। আরও কিছু সময় ক্ষমতায় টিকে থাকলে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করবে ফিলিপাইন। এমনটাই জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। আজ মঙ্গলবার জাপান সফর শেষে দেশে ফেরার আগে এমনটাই জানিয়েছেন তিনি।

দুয়ার্তে জানিয়েছেন, ফিলিপাইনের ভূখণ্ডে তিনি কোনও বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি দেখতে চান না। আর তিনি ক্ষমতায় টিকে থাকলে আমেরিকার সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) বাতিল করা হবে। তবে এই বিষয়ে আর কিছু বিশেষ জানাতে চাননি প্রেসিডেন্ট।

মার্কিন সেনাদের ফিলিপাইন ছাড়ার দিকে নির্দেশ করে দুয়ার্তে বলেন, ‘ভবিষ্যতে আমি আমার দেশে ফিলিপিনো সেনাবাহিনী ছাড়া অন্য কোনও দেশের সেনাদের দেখতে চাই না।’ তিনি মার্কিন আধিপত্যকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণটা যেন নিজের শেকল পরা কুকুরের মতো না হয়।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) অনুসারে, ফিলিপাইনে মার্কিন সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে কয়েকটি সামরিক ঘাঁটিতে। কলকাতা ২৪/৭

২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে