মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১১:১১:৩৮

বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : দুর্বল হওয়ার তো দূর অস্ত, বরং শক্তি বাড়িয়ে তীব্র সাইক্লোনে পরিণত হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন 'ক্যায়ান্ত' আরও পশ্চিম-উত্তরপশ্চিমে সরেছে। সাইক্লোনটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে।

হাওয়া অফিসের তথ্য বলছে, সাইক্লোনটি ওডিশা উপকূলে গোপালপুর থেকে ৭১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বের দিকে যাবে, তারপর আগামী ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে সরে উত্তর-মধ্য বঙ্গোপসাগরের দিকে ঢুকবে। তাই উপকূলে এসে আছড়ে নাও পড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। গতকাল পর্যন্তও 'ক্যায়ান্ত'-এর গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি, যা এখন বেড়ে হয়েছে ঘণ্টায় ৬৫ কিমি।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, সাইক্লোন 'ক্যায়ান্ত' ৮ অক্টোবর থেকে দুর্বল হতে শুরু করবে। দীপাবলি ও কালীপুজোর দিনগুলিতে তাই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। বঙ্গোপসাগর উপকূল এলাকায় সতর্কবার্তার পাশাপাশি মত্‍‌সজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। ইন্ডিয়া টাইমস।

২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে