মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১১:৩৬:০৭

আগামী দুই-এক দিনের মধ্যে ভারতে ভয়াবহ দুর্যোগ হানা দিতে পারে

আগামী দুই-এক দিনের মধ্যে ভারতে ভয়াবহ দুর্যোগ হানা দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গভীর নিম্নচাপটি সাইক্লানে পরিণত হতে পারে। ধেয়ে আসতে পারে মহারাষ্ট্রের দিকে। আর তার ফলে ২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর ভারতের মহারাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে কলকাতা থেকে ৮০০ কিমি দূরে নিম্নচাপটি অবস্থান করছে। সম্ভাব্য এই ঘূর্নিঝড়ের নাম দেওয়া হয়েছে 'কিয়ান্ত'। সাইক্লোনের অভিমুখ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে। তবে ওড়িশার দিকেও ঘুরে যেতে পারে ঘুর্ণিঝড়ের অভিমুখ।

এবার দুর্গাপুজোর সময়ও প্রায় প্রতিদিন বৃ্ষ্টি হয়েছে কলকাতা থেকে জেলার বিভিন্ন স্থানে। নবমীর সন্ধ্যায় বৃষ্টি মাটি করে শেষরাতের ঠাকুর দেখার আনন্দও। এবার বৃষ্টিতে ফের পন্ড হতে পারে আলোর উত্‍সব।-জি নিউজ
২৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে