বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০১:২৮:২২

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পরকীয়ার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরে৷ মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায় বিকাশ মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।

প্রতিবেশীদের দাবি, নিহত বিকাশের সঙ্গে তাঁর স্ত্রী ঝরনা মণ্ডলের নিয়মিত বিবাদ লাগত৷ এ নিয়ে প্রায়ই বিকাশের বাড়ি থেকে ঝগড়া শোনা যেত৷ ঝাড়গ্রাম শহরেই বাড়ির মধ্যে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার জেরে এদিন সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল৷ তদন্তে নেমে ঝরনা মণ্ডলকে আটক করে পুলিশ৷ প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে খবর, তখনই ঝরনা মণ্ডলের সঙ্গে এক যুবকের পরকীয়ার বিষয়টি সামনে আসে। পুলিশের দাবি পরে জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে ঝরনা। পুলিশকে সে জানিয়েছে, প্রেমিক সূর্যকান্ত পালের সঙ্গে মিলে সোমবার রাতে স্বামীর মাথায় হাতুড়ি মেরে খুন করে। বিকাশের পরিবারের তরফে ঝরনার বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সূর্যকান্ত পাল লালগড়ের বাসিন্দা। সে সেখানেই একটি স্কুলের শিক্ষক। আপাতত তার খোঁজ করছে  পুলিশ। ঝরনাকে গ্রেফতার করেছে পুলিশ। বিনপুরের বাসিন্দা বিকাশ স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঝাড়গ্রাম শহরেই থাকতেন৷ বাড়িতেই তিনি এক মেস ও হোটেল চালাতেন।

ফলে সেই সূত্রেই সূর্যকান্ত পালের সঙ্গে ঝরনার সম্পর্ক হয়৷ এই সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে রোজই বিবাদ লাগত। কয়েক মাস আগে সূর্যকান্তের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগও দায়ের করেছিলেন বিকাশ। সেই আক্রোশ থেকেই খুন বলে ধারণা পুলিশের৷ তবে এনিয়ে পুলিশ এখনই কোনও মন্তব্য করতে নারাজ।-সংবাদ প্রতিদিন

২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে