বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬, ০৯:২৬:৫২

হংকংয়ে ‘স্পেস ক্যাপসুল’ বাড়ি নিয়ে আলোড়ন

হংকংয়ে ‘স্পেস ক্যাপসুল’ বাড়ি নিয়ে আলোড়ন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ছোট এবং দামী বাড়ির জন্য হংকং সুপরিচিত, কিন্তু সম্প্রতি সেখানকার এক ব্যবসায়ী আধুনিক ডিজাইনের অ্যাপার্টমেন্টের সুবিধা দিচ্ছেন।

নতুন এক ব্যবসায়ীর পরিচয় করে দেয়া অ্যাপার্টমেন্ট 'কফিন অ্যাপার্টমেন্ট' নিয়ে আলোচনা -সমালোচনার ঝড়ও উঠেছে।

চীনের সাই ইয়েং পুন জেলার মাত্র দশটি 'স্পেস ক্যাপসুল' ইউনিট তৈরি হয়েছে, যে ঘরগুলোর মাপ চব্বিশ স্কয়ার ফুট।

এগুলোর প্রতিটির জন্য মাসে ৬৫৮ ডলার করে দিতে হবে।

স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী বলছেন প্রতিটি ঘরে টেলিভিশন, এসি সুবিধা রয়েছে।

তবে এই 'স্পেস ক্যাপসুল' এর পরিচিতি ঘটানোর পর অনেকে বলছেন এটি কফিনে থাকার বিষয়টিকে সামনে নিয়ে আসছে এবং বাড়ির মালিককে বিবেকবর্জিত বলেও উল্লেখ করছেন অনেকে।

কিন্তু অনেকে আবার বলছেন এই অ্যাপার্টমেন্ট 'স্পেসে' অর্থাৎ মহাকাশে থাকার অনুভূতি তৈরি করবে। -বিবিসি।
২৭ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে