বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬, ১০:২২:৪৯

গ্রেফতার হলেন সেই ‘আফগান মোনালিসা’

গ্রেফতার হলেন সেই ‘আফগান মোনালিসা’

আন্তর্জাতিক ডেস্ক : আফগান যুদ্ধের সময় ‘মোনালিসা’ খ্যাতি পাওয়া সেই শরবত বিবি বুধবার গ্রেফতার হলেন পাকিস্তানে। খবর ডনের।

১৯৮৪ সালে আফগান যুদ্ধের সময় তার বয়স ছিল ১২ বছর। ওই সময় একটি শরণার্থী শিবিরে তোলা ছবি বেরিয়েছিল ‘ন্যাশনাল জিওগ্র্যাফিক’ ম্যাগাজিনে।

শরবত বিবির সেই ছবিটা অনেকটা ছিল দ্য ভিঞ্চির ‘মোনালিসা’র মতো। আর তার পরেই বিখ্যাত হয়ে গিয়েছিলেন ‘আফগান গার্ল’।

পাকিস্তানের কম্পিউটারাইজ্‌ড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (সিএনআইসি) চুরির অভিযোগে বুধবার পেশোয়ারে নিজ বাড়ি থেকেই শরবত বিবিকে গ্রেফতার করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

গোয়েন্দা সংস্থা জানায়, ‘আফগান গার্ল’-এর কাছ থেকে পাকিস্তান ও আফগানিস্তান, দু’দেশেরই পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ৪১৯, ৪২০ ধারা এবং দুর্নীতিদমন আইনের ৫(২) সেকশনে মামলা দায়ের করা হয়েছে।

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, যে অফিসার শরবত বিবির নামে ওই আইডি কার্ডগুলি ইস্যু করেছিলেন, তিনি এখন কাস্টমসের ডেপুটি কমিশনার। এ মামলায় গ্রেফতার এড়াতে তাকে আগাম জামিন নিতে বলা হয়েছিল। গত বছর নিয়ম ভেঙে তিনটি সিএনআইসি ইস্যু করা হয়েছিল।

তার একটি হয়েছিল শরবত বিবির নামে। বাকি দু’টি এমন দু’জনের নামে ইস্যু করা হয়েছিল, যারা নিজেদের তার ছেলে বলে দাবি করেছিলেন। -যুগান্তর।
২৭ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে