আন্তর্জাতিক ডেস্ক: ফের বিতর্কিত দক্ষিণ চিন সাগরে শক্তি প্রদর্শনে বেজিং। আমেরিকাকে চাপে রাখতে আজ বৃহস্পতিবার দিনভর সামরিক মহড়া চালাবে বেজিং। মহড়ায় গভীর সমুদ্রের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সহ রণসজ্জা নামানো হবে। যার ফলে ওই এলাকা দিয়ে জাহাজ চলাচলের ওপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে। দক্ষিণ চিন সাগরে বেজিং’এর ভূমি উদ্ধার প্রকল্পের কাছ দিয়ে মার্কিন নৌবাহিনীর উস্কানি মূলক টহলের পরই তড়িঘড়ি মহড়ার পদক্ষেপ নিল বেজিং।
গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী দক্ষিণ চিন সাগরের বিরোধপূর্ণ পার্সেল দ্বীপপুঞ্জের কাছ দিয়ে টহল দেয়। মার্কিন এই তৎপরতাকে ‘অবৈধ’ এবং ‘উস্কানিমূলক হিসেবে অভিহিত করেছিল চিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাপান টাইমস জানিয়েছে, চিনের নৌপথ নিরাপত্তা প্রশাসন যে বিবৃতি দিয়েছে তা থেকে আভাস পাওয়া যাচ্ছে যে আজ বৃহস্পতিবার দিনভর ওই এলাকায় মহড়া চালাবে চিন। অবশ্য এই মহড়া প্রসঙ্গে চিনা কর্তৃপক্ষ বিস্তারিত কোনও তথ্য দেয়নি।
দক্ষিণ চিন সাগরের প্রায় পুরো এলাকার ওপর নিজ সার্বভৌমত্ব দাবি করছে বেজিং। এই নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চিনের প্রচণ্ড টানাপড়েন চলছে। প্রতিবেশী বেশ কয়েকটি দেশকে মদদ দিচ্ছে আমেরিকা। নৌপথে চলাচলের কথিত স্বাধীনতার নামে কয়েক দফা বিরোধপূর্ণ দক্ষিণ চিন সাগরে টহল দিতে নিজ নৌবাহিনী পাঠিয়েছে ওয়াশিংটন।-কলকাতা২৪
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস