বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬, ০৫:৫৩:৩৭

প্রমাণ মিলেছে, নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের সংস্থা

প্রমাণ মিলেছে, নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থা ‘‌ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে (‌আই আর এফ‌)‌ বেআইনি ঘোষণার সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির নায়েক এবং আই আর এফের বেআইনি কাজকর্ম নিয়ে ভারতের ল কমিশনের কাছে রিপোর্ট জমা পড়ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রমাণ মিলেছে দ্রুতই সংস্থাটিকে বেআইনি ঘোষণা করা হবে বলে জানান ভারতের স্বরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা। এ বছর ঢাকার গুলশান হামলার পরই নজরে পড়েন জাকির। উস্কানিমূলক মন্তব্য করে হামলায় মদত দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপরই জাকিরের বিরুদ্ধে তদন্তে নামেন ভারতীয় গোয়েন্দারা।

ভারতের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সংস্থার জন্য বেআইনিভাবে টাকা সংগ্রহ করেছেন জাকির। সেই টাকাতেই বিভিন্ন সন্ত্রাসী কাজকর্মে মদত জুগিয়েছেন। তার সাবেক দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। জাকিরের সংস্থায় কাজ করার সময় কেরালা থেকে বেশ কিছু মানুষকে সিরিয়ায় আই এসে যোগ দিতে পাঠিয়েছিল তারা। তদন্ত শুরুর আগেই ভারত ছেড়েছিলেন জাকির নায়েক। তবে এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করে চলেছেন জাকির নায়েক। আপাতত তিনি সৌদি আরবে আছেন বলে জানা যায়।
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে