আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্থান অধিকৃত কাশ্মীরে সিন্ধু নদীতে বাঁধ নির্মাণের জন্য অর্থ দিতে অস্বীকার করলো এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (এ ডি বি)। বহুদিন ধরেই গিলগিট–বালতিস্তান এলাকায় বাঁধ নির্মাণের তদ্বির করছে ইসলামাবাদ।
সেখানে ৪ হাজার ৫০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প বানাতে চায় তারা। দরকার প্রায় ১৪০০ কোটি ডলার। এই অর্থের জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে গিয়েছিল পাকিস্তান। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভারতের থেকে ‘আপত্তি নেই’ ছাড়পত্র জোগাড় করতে বলে। পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, ভারতের থেকে এই ছাড়পত্র চাইবে না। আজ এডিবি প্রেসিডেন্ট তাকেহিতো নাকাও বলেন, ‘আমরা এখনও কোনও প্রতিশ্রুতি দিইনি। এটা বিরাট বড় প্রকল্প।’
২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি