আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে হিন্দুদের ‘ভাল থাকা’ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের ব্যাখ্যা চাইবে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এ খবর দিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের জাতীয় পরিষদের সম্মেলনে যোগ দিতে সে দেশে গিয়েছিলেন সাংসদ রূপা। গত মঙ্গলবার সেই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে রূপা মন্তব্য করেন, ওপার বাংলায় হিন্দু-সহ সংখ্যালঘুরা ‘ভাল আছেন, খুশিতে আছেন’। সাংসদের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ‘বিড়ম্বনা’য় পড়েছে আরএসএস এবং বিজেপি।
বৃহস্পতিবার আরএসএসের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক বিদ্যুৎ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছি। রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলব।
আরএসএস এবং বিজেপি বরাবর অভিযোগ করে এসেছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। সে দেশের সরকারের উপর চাপ তৈরির জন্য কেন্দ্রের কাছে বারবার দাবি জানিয়েছে তারা। দলীয় লাইনের বাইরে গিয়ে রূপার এই মন্তব্যে তাদের ‘বিড়ম্বনা’ বেড়েছে।
তবে আরএসএসের দক্ষিণবঙ্গের প্রান্ত কার্যবাহ জিষ্ণু বসু বলেন, ‘‘রূপাদি কী বলেছেন, তা তাঁর সঙ্গে কথা না বলে বোঝা যাবে না। হয়তো তাঁর কাছে তথ্য কম ছিল। শেখ হাসিনার সরকার তবু মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ রাজ্যের সরকার তা-ও করছে না!
সংগঠনের অপর এক নেতা অবশ্য নাম না করে রূপাকে খোঁচা দিয়ে বলেছেন, কোনও কোনও নেতা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। দল তাতে বিপাকে পড়ছে। তা কাঙ্খিত নয়। সূত্র : এবেলা।
২৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম