আন্তর্জাতিক ডেস্ক : পাক-ভারত গোলাগুলিতে প্রত্যাঘাতে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানালো ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ধেয়ে আসা গুলিতে বিদ্ধ হয়ে তাঙধরে নিহত হন ভারতীয় সেনা জিতেন্দ্র সিং। খবর ইন্ডিয়া টাইমসের।।
তারপর শুক্রবার ভোর থেকে জম্মু ও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানের ওপার থেকে টানা গুলি চলতে থাকে। পাল্টা প্রত্যাঘাত হানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ১৫ সেনা।
বৃহস্পতিবারও বিএসএফের প্রত্যাঘাতে প্রাণ যায় আর এক পাক সেনার। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচটি সেক্টরে ভারতকে লক্ষ করে তীব্র গোলাগুলি শুরু করে পাকিস্তান। গুলিবিদ্ধ হয়ে জিতেন্দ্র সিং শহিদ হওয়ার পাশাপাশি আহত হন ১৫ জন ভারতীয় সেনাসহ সাধারণ মানুষও।
উরি হামলার প্রত্যাঘাতে সেপ্টেম্বরে দিল্লির সার্জিকাল স্ট্রাইকের পর থেকে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাদের ছোড়া গুলিতে ভারতের চার নিরাপত্তা কর্মী ছাড়াও একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৪ জন বলে দাবী করেছে ভারতীয় সেনা।
২৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি