শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ১০:২৭:৫৫

কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাইন অব কন্ট্রোলের কাছে হামলায় এক ভারতীয় সৈন্য নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক হামলাকারীও নিহত হয়েছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে ওই সেনার দেহ বিচ্ছিন্ন করে গেছে।

ভারতীয় সেনাবাহিনী ওই ঘটনার পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, 'এ ঘটনার যথাযথ জবাব দেয়া হবে।'

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, লাইন অব কন্ট্রোলের কাছে সন্ধ্যায় অতর্কিত হামলায় এক সেনা শহীদ ও এক সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে জওয়ানের দেহ বিচ্ছিন্ন করে গেছে।'

ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের দাবি, জম্মু ও কাশ্মীর সীমান্তে চালানো গুলিতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনা হত্যার এ ঘটনা ঘটল। -দ্য হিন্দু ও এনডিটিভি।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে