শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ১১:৫০:০২

ভারতের ‘মিথ্যা দাবি’ ভুয়া উড়িয়ে দিল পাকিস্তান

ভারতের ‘মিথ্যা দাবি’ ভুয়া উড়িয়ে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীগত কয়েকদিন ধরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেক্টরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল ভারতীয় সেনাবাহিনী। দেশটির দাবি, এসব হামলায় পাক সেনাকে সহযোগিতা করছে রেঞ্জার্সরাও। এজন্য পাকিস্তানের ১৫ জন রেঞ্জার্সকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে ভারতের এ দাবি ভুয়া বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

বিএসএফের অতিরিক্ত ডিজি অরুণ কুমারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় পাকিস্তান সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করছে, তাতে রেঞ্জার্সদের যোগসাজশ স্পষ্ট। জম্মু-কাশ্মীরের কাঠুয়া, পুঞ্চ আর রাজৌরি জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর যে সেনা চৌকিগুলি রয়েছে, গত কাল রাত থেকে আজ রাত পর্যন্ত সেখানে অজস্র বার মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। তার জবাব দিচ্ছে ভারতও। এরইমধ্যে বিএসএফের হামলায় ১৫ জন পাক রেঞ্জার্সের মৃত্যুর হয়েছে।

অরুণ কুমারের বক্তব্য, ২১ অক্টোবর কনস্টেবল গুরনাম সিংহের মৃত্যুর পর থেকেই একের পর এক পাক চেকপোস্টে হামলা চালিয়েছি আমরা। যাতে অন্তত ১৫ জন রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। পাকিস্তানের রেঞ্জার্স প্রকাশ্যে সেই ক্ষতি দেখাতে ভয় পাচ্ছে। কাল রাতেই ওদের বেশ কয়েকটি অবজারভেশন পোস্ট ধ্বংস করেছে আমাদের বাহিনী।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে