আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার বিকেলে দেশটির শিকাগোয় ও’হার আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ৩৮৩ নম্বর ফ্লাইটটি ১৬১ জন যাত্রী ও নয়জন ক্রুসহ মিয়ামির দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে এটিতে আগুন ধরে যায়। এসময় বিমানবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা দুই মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে উড্ডয়নের সময় প্লেনটির চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম