শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০২:৩৪:১৩

পাক-ভারত উত্তেজনার মধ্যে আরব সাগরে নৌবাহিনীর রণপ্রস্তুতি, কাশ্মীর নিয়ে যুদ্ধের ইঙ্গিত?

পাক-ভারত উত্তেজনার মধ্যে আরব সাগরে নৌবাহিনীর রণপ্রস্তুতি, কাশ্মীর নিয়ে যুদ্ধের ইঙ্গিত?

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের উরি হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে ব্যাপক নৌ মহড়া শুরু করছে ভারতীয় নৌবাহিনী।
 
দু'দেশের মধ্যকার উত্তেজনা চলাকালীন সময়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
 
বিশেষ এই মহড়ায়  ৪টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন, মেরিটামি ফাইটার জেট, পেট্রল এয়ারক্রাফট, ড্রোনসহ অন্যান্য যুদ্ধ উপকরণ ব্যবহৃত হবে। মহড়ার প্রস্তুতি ও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে পশ্চিম সমুদ্রতটে এসব যুদ্ধযান মোতায়েন শুরু করেছে দেশটির নৌবাহিনী।
 
এদিকে পূর্বদিকের সমুদ্রতট থেকেও আক্রমণ সানানোর জন্য প্রস্তুতি রেখেছে দেশটির নৌবাহিনী।
 
এছাড়া যুদ্ধকালীন সময়ে জরুরি অর্থ তহবিল সৃষ্টিতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যুদ্ধ বাধলে সেনা, নৌ ও বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে অস্ত্র-গোলাবারুদসহ অন্যান্য বিষয়ের জোগানে কাজ করবে।
 
ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল তার অবসরে যাওয়ার আগে একটি 'বিশেষ কিছু' করতে চাইছেন, যার মাধ্যমে দু'দেশে চরম উত্তেজনা ও যুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে।
 
আর এ কারণে আগামী নভেম্বরে অবসরে যাওয়ার কথা থাকলেও তা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন রাহিল।
 
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে লাইন অব কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পাকিস্তান ভারী গোলাবর্ষণ শুরু করেছে বলে ধারণা প্রকাশ করছেন সেনাবহিনীর বিশেষ এক সূত্র।-যুগান্তর।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে