শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০৪:২৬:১৫

বিশ্ব রেকর্ড: এক রকেটেই ৮৩টি স্যাটেলাইট পাঠাবে ইসরো

বিশ্ব রেকর্ড: এক রকেটেই ৮৩টি স্যাটেলাইট পাঠাবে ইসরো

আন্তর্জাতিক ডেস্ক: ফের আরও এক রেকর্ড গড়ার পথে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। একসঙ্গে ৮৩ টি উপগ্রহ মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। এইসব উপগ্রহের মধ্যে বেশিরভাগই বিদেশি।

সব ঠিক থাকলে আগামী বছর ১৫ জানুয়ারি ওই ৮২টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন মার্স ওরবিটার মিশনের প্রোজেক্ট ডিরেক্টর সুভিয়া অরুণন। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন ওই ৮২টি উপগ্রহের মধ্যে ৬০টি উপগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রের, ২০টি ইয়োরোপের বিভিন্ন দেশের ও ২টি ইংল্যান্ডের।

একসঙ্গে ৩৭টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড করেছে রাশিয়া। ২০১৪ সালে রাশিয়া একসঙ্গে ৩৭টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়ে। গত ২২ জুন একসঙ্গে ২০টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠায় ইসরো। এবার সেই রেকর্ড ভাঙতে ময়দানে নেমে পড়ল ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই ঐতিহাসিক মিশনে ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস এক্সএল। উৎক্ষেপনের ২০-২৫ মিনিটের মধ্যেই ওইসব উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে।-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে