আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তের কাছে এক ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করেছে পাক জঙ্গিরা। আর এই ঘটনার পরই ফুঁসছে সেনাবাহিনীর। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই ঘটনার একেবারে যথাযোগ্য জবাব দেওয়া হবে।’ এক সেনা মুখপাত্র জানিয়েছেন, ‘ সীমান্তের কাছে সেনা -জঙ্গি এনকাউন্টারে এক জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিরা তার দেহ ছিন্নভিন্ন করে দিয়ে পালায় পাক অধিকৃত কাশ্মীরে। পাক সেনা সেইসময় গুলি চালিয়ে জঙ্গিদের পালাতে সাহায্য করে।’
এই ঘটনায় পাকিস্তানের বর্বরতার ছবি ধরা পড়েছে বলে উল্লেখ করেছে সেনাবাহিনী। গুলির জবাবে ১৫ জন পাক সেনাকে খতম করেছে ভারতীয় জওয়ানেরা। এই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এমন বর্বরোচিত ঘটনা ঘটল সীমান্তে। সপ্তাহ খানেক আগে সীমান্তে সাত পাক জওয়ানের মৃত্যু হয় বলে জানিয়েছিল বিএসএফ। যদিও পাকিস্তান এই মৃত্যুর কথা অস্বীকার করেছে। এর আগে ২০১৩ সালে কাশ্মীরের মেনধার সেক্টরে দুই ভারতীয় জওয়ানের মাথা কেটে খুন করে পাক সেনা।
গত পাঁচদিনে পাক সেনার গুলিতে চার জওয়ান শহিদ হয়েছেন। আর সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে প্রায় ৪৫ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। আর তার যোগ্য জবাব দিয়ে চলেছে ভারত।-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস