আন্তর্জাতিক ডেস্ক: আবারও শক্তি পরীক্ষা করল রাশিয়া। নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম দ্রুতগতির ইঞ্জিনবিহীন ওয়্যারহেডের সফল পরীক্ষা চালাল রাশিয়া। এটি ৪২০২ নামেও পরিচিত। এই প্রথমবারের মতো সেকেন্ডে সর্বোচ্চ সাত কিলোমিটার উচ্চতায় পৌঁছতে সক্ষম এই ওয়্যারহেডের সম্পূর্ণ সফল পরীক্ষা চালানো হল। এক প্রতিবেদনে এমনটাই খবর জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম রাশিয়া টুডে।
মঙ্গলবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ওরেবার্গ অঞ্চলের দমবারোভস্কি এলাকা থেকে দেশের পূর্বাঞ্চলীয় কামচাটকার কুরা অঞ্চল অভিমুখে ওয়্যারহেডটি উৎক্ষেপণ করা হয়। এই ওয়্যারহেডটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যুহ ভেদ করতে সক্ষম।-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস