শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০৬:১৪:১২

একটা গোটা দেশকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করা যাবে এই মিসাইলে

একটা গোটা দেশকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করা যাবে এই মিসাইলে

আন্তর্জাতিক ডেস্ক: প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই পরমাণু বোমা বহনে সক্ষম সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আরএস-২৮ সামারসাত প্রকাশ্যে নিয়ে আসল মস্কো। আর যা দিয়ে ফ্রান্সের মতো বিশাল ভূখণ্ড পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। অনলাইনে এটির ছবি প্রকাশ করেছেন রুশ মাকিইয়েভে রকেট ডিজাইন ব্যুরোর প্রধান নকশাবিদ। শুধু তাই নয়, কয়েকধাপে বেশ কয়েকটি অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সেখানে দাঁড়িয়ে মস্কোর একের পর এক শক্তি পরীক্ষা নিয়ে ইতিমধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, আমেরিকার সঙ্গে ক্রমশ সংঘাতে জড়াচ্ছে রাশিয়া।

শুধু তাই নয়, নজিরবিহীনভাবে রাশিয়ান সীমান্তে বিশাল সমরসজ্জা সাজাচ্ছে ন্যাটো। এই জাবতকালে এমন সেনা মোতায়েন রাশিয়ান সীমান্তে আর হয়নি বলেই মত রাজনৈতিকমহলের। সেখানে দাঁড়িয়ে নিজেদের আত্মরক্ষা করতে মুহুর মুহুর শক্তি পরীক্ষা করছে রাশিয়া। অনেকের শঙ্কা, এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে।-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে