আন্তর্জাতিক ডেস্ক: দেশের পশ্চিম উপকূলে যুদ্ধের পরিস্থিতি। একদিকে যখন, সীমান্তে গুলির শব্দে কান পাতা দায় আর রক্তের দাগে ভরা তখন পশ্চিম উপকূল জুড়ে রণতরী আর যুদ্ধজাহাজ সাজাচ্ছে ভারতীয় নৌবাহিনী। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার সবরকম প্রস্তুতি নিচ্ছে তারা। এক বড়সড় যুদ্ধ মহড়ায় অংশ নিতে চলেছে এগুলি। যে মহড়ার নাম ‘পশ্চিম লেহের’ আরব সাগরে আগামী সপ্তাহ থেকে চলবে এই মহড়া।
উপকূলে প্রস্তুত রয়েছে ৪০ টি যুদ্ধজাহাজ, মেরিটাইম ফাইটার জেট, প্যাট্রল এয়ারক্রাফট ও ড্রোন। এছাড়া নৌবাহিনীর অভাব মেটাতে কি কি প্রয়োজন তা জানতে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যাতে রয়েছেন সার্ভিস ভাইস চিফ লেফট্যানেন্ট জেনারেল বিপিন রাওয়াত, এয়ার মার্শাল বিএস ধানোয়া ও ভাইস অ্যাডমিরাল কেবি সিং। বিশেষজ্ঞদের অনুমান, সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মধ্যে দিয়ে কোনও বড়সড় ছক কষছে পাক সেনাপ্রধান রাহিল শরিফ। ভারতের মাটিতে হামলা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাহিল শরিফের মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বরে। মেয়াদ বাড়াতেই এইভাবে অশান্তি জিইয়ে রাখছেন রাহিল শরিফ। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। মেয়াদ না বাড়ানো হলেও অন্তত একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চাইছেন তিনি।
মূলত সুন্দরবনী, পুঞ্চ, বিম্বার, তাংধার, কাঠুয়া, হীরানগর, সাম্বা সেক্টরে গুলি চালাচ্ছে পাক সেনা। ছোঁড়া হচ্ছে ৮২ এমএম মর্টার, চালানো হচ্ছে মেশিন গান। সার্জিক্যাল স্ট্রাইকের পে থেকে মোট ৫৭ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। সুতরাং যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলেও অশান্তির পারদ যথেষ্টই বাড়ছে।-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস