আন্তর্জাতিক ডেস্ক: লুকিয়ে ঢুকে পড়ুন৷ রাস্তায় আপনাদের বাধা দিতে প্রস্তুত সেনা বাহিনী ও পুলিশ৷ গ্রেফতারি এড়াতে লুকিয়ে প্রবেশ করুন রাজধানীতে৷ এমনই নির্দেশ দিলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রধান ইমরান খান৷ আগামী ২ নভেম্বর তাঁর দলের বিশাল জমায়েত রয়েছে ইসলামাবাদে৷ সরকার সেই জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি আটকাতে তৎপর৷ রাস্তায় টহল দিচ্ছে পুলিশ ও আধাসেনা৷ সমাবেশ সফল করতে সমর্থকদের গোপনে রাজধানীর রাস্তা দখলের নির্দেশ দিলেন ইমরান খান৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৬০০-র বেশি জনকে৷ পানামা পেপার্সে ফাঁস হওয়া বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা৷ সেই তালিকায় আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের৷ বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শরিফ পরিবার৷ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ইমরান খান৷ রাজধানী ইসলামাবাদ অচল ও জাতীয় আইনসভা ঘেরাও কর্মসূচি নিয়েছেন তিনি৷ অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ শরিফ৷
islamabadবিক্ষোভ রুখতে ইসলামাবাদকে অবরুদ্ধ করা হয়েছে৷ ইতিমধ্যেই তেহরিক ই ইনসাফ কর্মী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে কয়েকটি বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে৷ পেশোয়ার-ইসলামাবাদ সড়ক বন্ধ৷ দেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকেই ইমরান সমর্থকরা রাজধানীতে বেশি ঢুকবেন৷ এই প্রদেশেই ক্ষমতাসীন তেহরিক ই ইনসাফ৷ ইমরান খানের অভিযোগ, দেশে গণতন্ত্র নষ্ট করেছেন শরিফ৷ তাঁকে এর চরম মূল্য দিতে হবে৷ পুলিশ ও সেনা দিয়ে কোনওভাবেই ইসলামাবাদের সমাবেশ রোখা যাবে না৷ আন্দোলনে অনড় ইমরান৷ তাঁকে রুখতে তৎপর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ বিরোধী তেহরিক ই ইনসাফ ও ক্ষমতাসীন পিএমএল(এন) সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের আশঙ্কা থাকছে৷-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস