শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০৯:৪২:০৭

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কনস্টেবল কোলি নিতিন সুভাস (২৮) নামের এক জওয়ান নিহত হয়েছেন। শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের মাছিল সেক্টরে এ ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় এক ভারতীয় সৈন্যকে হত্যা করে দেহ বিচ্ছিন্নের কয়েক ঘণ্টার মধ্যেই এ হতাকাণ্ড ঘটল। এ নিয়ে বিগত পাঁচ দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে চার বিএসএফ জওয়ান নিহত হলেন।

বিএসএফের দাবি, যুদ্ধবিরতি লংঘন করে ভোরে পাকিস্তানের সৈন্যরা গুলি চালালে বিএসএফ কনস্টেবল কোলি নিতিন সুভাসের মৃত্যু হয়।
মহারাষ্ট্রের সানলির ছেলে সুভাস ২০০৮ সালে বিএসএফে যোগ দেন। তার স্ত্রী এবং চার ও দুই বছরের দু'টি ছেলে রয়েছে।
২৯ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে