এক্সক্লুসিভ ডেস্ক: মহাকাশের যুদ্ধের প্রস্তুতি৷ মহাকাশ যুদ্ধে নয়া অস্ত্র আনছে আমেরিকা-চীন-রাশিয়া৷ মহাকাশ যুদ্ধের অস্ত্র বানানোর তৎপরতায়ও পুরোদমে শুরু করেছে রাশিয়া, চীন ও আমেরিকা। উপগ্রহ রক্ষার ব্যবস্থা নিয়ে চলছে পরিকল্পনা৷ এরফলে, কৃত্রিম উপগ্রহ ভবিষ্যতে পুরোপুরি ধ্বংস হতে যেতে পারে৷ আশঙ্কা করা হচ্ছে, এক্ষেত্রে রাশিয়া, চীন ও আমেরিকার তৎপরতার পাশাপাশি ভারতসহ বেশ কিছু দেশের পাঠানো উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে৷ আর তা না হলে রাশিয়া, চীন ও আমেরিকার সাহায্য নিয়ে অদূর ভবিষ্যতে এসব দেশ পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী মহাকাশের অস্ত্র ব্যবস্থা তৈরিতে সক্ষম হয়ে উঠবে।
বর্তমানে উপগ্রহ বিধ্বংসী মহাকাশের অস্ত্র ব্যবস্থা প্রচণ্ড ব্যয়বহুল হওয়ায় এ প্রযুক্তির দিকে সহজে ঝোঁকা সম্ভব হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে এই ব্যয় কমে আসবে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া, চীনা সামরিক বিশেষজ্ঞ ভাসিলি কাশিন বলেছেন, ভবিষ্যতে কৃত্রিম উপগ্রহে অত্যাধুনিক ইলেক্ট্রনিক যুদ্ধ-ব্যবস্থা বসানো থাকবে। এতে কৃত্রিম উপগ্রহ চট করে ধ্বংস করাও সহজ হবে না। এতে ভবিষ্যৎ যে কোনও যুদ্ধ নিশ্চিত ভাবেই পৃথিবী অতিক্রম করে মহাকাশেও ছড়িয়ে পড়বে। অবশ্য মহাকাশের অস্ত্র মানব জাতির জন্য যুদ্ধের নতুন অভিশাপ নিয়েই আসবে বলে শান্তিপ্রিয় অনেক মানুষ মনে করছেন।-কলকাতা২৪
২৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস