রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ০১:৩৮:১১

চিন-পাকিস্তানকে রুখতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত!

চিন-পাকিস্তানকে রুখতে ২০০ যুদ্ধবিমান কিনবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: ২০০-রও বেশি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করল ভারত। শর্ত একটাই, নির্মাতা সংস্থাকে কোনও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিমানগুলি তৈরি করতে হবে৷ শনিবার এমনটাই জানানো হল বায়ুসেনা কর্তাদের তরফে৷ যুদ্ধবিমানগুলি কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার।

প্রাথমিকভাবে ২০০টি সিঙ্গল ইঞ্জিন সমৃদ্ধ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থাকলেও, সংখ্যাটা ৩০০-তে গিয়েও ঠেকতে পারে। সোভিয়েত জমানায় কেনা বিমানগুলি এখন ‘বুড়ো’ হয়ে গিয়েছে৷ সেই সব যুদ্ধবিমান বাতিল ঘোষণা করে নয়া বিমানগুলি দেশের আকাশপথকে নিরাপদে রাখতে ব্যবহার করা হবে৷ নয়া পরিকল্পনা সফল হলে, এটিই হতে চলেছে দেশের অন্যতম বৃহত্তম সমরাস্ত্র লেনদেন চুক্তি।

সদ্য রাশিয়ার থেকে অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ভারত। ৩৬টি রাফায়েল কেনার পাশাপাশি আকাশপথে বায়ুসেনাকে আরও গতিশীল করে তুলতে নতুন ২০০টি যুদ্ধবিমান যত দ্রুত সম্ভব হাতে পেতে চায় বায়ুসেনা৷ চিন ও পাকিস্তানকে ঠেকাতে ও দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট রাখতে কোনও সমঝোতায় নারাজ বায়ুসেনা।-সংবাদ প্রতিদিন

৩০ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে