রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১১:১০:৫৫

অভিষেককে ছাড়াই এবার এই কাজটি করতে হল মমতাকে

অভিষেককে ছাড়াই এবার এই কাজটি করতে হল মমতাকে

আন্তর্জাতিক ডেস্ক : অভিষেককে ছাড়াই এবার ভারতের পশ্চিমবঙ্গের কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালীপুজো হল। তাঁর পরিবর্তে যজ্ঞ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দুই ভাই। প্রতিবার বাড়িতেই কালীপুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে পুজোর তদারকি করেন। থাকেন দলের নেতামন্ত্রী থেকে পুলিস-প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

সকাল থেকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা পড়ে থাকেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। গতকাল যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে অতিথিদের সামলালেন তাঁরাও। মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দেখা গেল ঘণ্টা বাজাতে। ছিলেন  তারকারাও। দেব, সোহম, নুসরতরা চুটিয়ে আনন্দ করলেন তাঁদের দিদির পুজোয়। সেলেব্রিটিদের পাশাপাশি বহু সাধারণ মানুষেরও আমন্ত্রণ থাকে মুখ্যমন্ত্রীর পুজোয়। জিনিউজ।
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে