আন্তর্জাতিক ডেস্ক : ওপার থেকে লাগাতার গুলিবৃষ্টি আর মর্টার হামলা, আর এপার থেকে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া । এবার আর এই পথে হাঁটতে রাজি নয় বিএসএফ।
পাকিস্তান উস্কানিতে প্রচলিত সৌজন্যের রাস্তা ছাড়লো সীমান্ত রক্ষী বাহিনী। দিওয়ালি উপলক্ষে আটারি-ওয়াঘায় এবার পাকিস্তানী রেঞ্জার্সদের হাতে তুলে দেওয়া হবে না কোনও মিষ্টির প্যাকেট। এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।
এদিকে, ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা নিতে গিয়ে গতকাল রাতেই প্রত্যাঘাতে চারটি পাক সেনা ছাউনি ধ্বংস করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। কেরান সেক্টরে ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় ওপারে ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানে প্রাণহানিও নেহাত কম নয়।
সেই সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে। শনিবারও এক ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করে জঙ্গিরা। পাকিস্তানী সেনার মদতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এপারে ঢুকে ভারতীয় জওয়ান মণদীপ সিংকে জঙ্গিরা খুন করেছে বলে ভারতের অভিযোগ। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই ক্ষোভের আগুন অন্য মাত্রা পায়। জিনিউজ
৩০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি