আন্তর্জাতিক ডেস্ক: রুশ সীমান্তে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের বিরুদ্ধে পাল্টা কড়া ব্যবস্থা নেবে মস্কো। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার গ্রুশেকো। যা কিনা অন্তত্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোটের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বসেন রাষ্ট্রদূত। সেখানেই এমনটাই হুঁশিয়ারি দেন আলেকজান্দার। তিনি বলেন, বাল্টিক তীরবর্তী দেশগুলি এবং পোল্যান্ডে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের বিষয়টি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি আরও অভিযোগ করেন, রুশ হুমকির ভয় দেখিয়ে পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ ঘটানোর তৎপরতা চলছে।
ন্যাটো আগামী বছর বাল্টিক তীরবর্তী দেশগুলো এবং পোল্যান্ডে যুদ্ধে অংশ গ্রহণের উপযোগী সেনাদল মোতায়েন করা পরিকল্পনা নিয়েছে। এই দলে ৪০,০০০ সেনা থাকবে বলে জানা গিয়েছে। রাশিয়ান সীমান্তে এর আগে এত পরিমাণ সেনা কখনও মোতায়েন করেনি ন্যাটো। এমনকি, দ্বিতীয় মহাযুদ্ধের পর রুশ সীমান্তের কাছে আর এতো বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়নি। প্রয়োজনে ন্যাটো আরও সেনা মোতায়েন করারও পদক্ষেপ নেবে। আর এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন যে, যে কোনও মুহূর্তে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।-কলকাতা২৪
৩০ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস