সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০২:১৭:৩৬

ই–‌‌মেল কেলেঙ্কারিতে‌ হিলারি একটু পিছোলেন

ই–‌‌মেল কেলেঙ্কারিতে‌ হিলারি একটু পিছোলেন

আন্তর্জাতিক ডেস্ক: তার বিরুদ্ধে শুরু হতে চলা ই–‌‌মেল কেলেঙ্কারির তদন্ত নিয়ে মুখ খুললেন হিলারি ক্লিন্টন। বিদেশ সচিব থাকাকালীন হিলারির বিরুদ্ধ ওঠা ই–‌‌মেল ‌কাণ্ডের তদন্ত নতুন করে শুরু করতে চলেছে এফ বি আই।

নির্বাচনের ১০ দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এভাবে নতুন করে নড়েচড়ে বসায় অপ্রস্তুত হিলারি। তাই ফ্লোরিডার এক নির্বাচনী জনসভায় সমর্থকদের সামনে পেয়ে এই পদক্ষেপকে অভূতপূর্ব বলে বিঁধলেন তিনি।

শনিবারের ওই সভায় হিলারি জানান, বিষয়টা খুব অদ্ভুত। ন্যূনতম তথ্যের ওপর ভিত্তি করে নির্বাচনের দিন কয়েক আগে এ ধরনের একটা সিদ্ধান্ত শুধু অদ্ভুত নয়, নজিরবিহীনও। তাঁর সংযোজন, ‘‌এতে ভোটাররা সমস্যায় পড়বেন।

কারণ পুরো বিষয়ের ওপর আলোকপাত করলে বুঝতে সুবিধা হয়। তাই আমি কোমেকে ফোন করে বলেছি গোটা বিষয়টা সামনে আনতে। তাদের হাতে যে ‌নথি ও তথ্যপ্রমাণ রয়েছে, তা একটা টেবিলে রাখতে বলেছি।’

তাকে এভাবে বিপাকে ফেলার পিছনে তিনি ট্রাম্পেরও হাত দেখছেন। ফ্লোরিডার জনসভায় রিপাবলিকান পদপ্রার্থীকে তোপ দেখে হিলারি বলেন, ‘‌শেষের কয়েকটা দিনেও ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন মার্কিন নাগরিকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করতে। কিন্তু আমি মনে করি, এই কৌশল বন্ধ হওয়া উচিত। এই অভিসন্ধি সফল হবে না বলেই আমার বিশ্বাস।’‌

তবে সাধারণ নির্বাচনের দিন কয়েক আগে এফ বি আইয়ের সিদ্ধান্তে হিলারি বিপাকে পড়ায় ফের তেড়েফুঁড়ে আসরে রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। কলোরাডোর একটি জনসভায় মার্কিন বিচার দপ্তরকে কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, ই–‌মেল কেলেঙ্কারির তদন্তে হিলারিকে নিরাপত্তা দিতে উঠেপড়ে লেগেছে বিচার দপ্তর।

এদিক, আবার নতুন করে ই–‌‌মেল কেলেঙ্কারির তদন্ত শুরু হওয়ার বিড়ম্বনার মধ্যেই সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের থেকে মাত্র ২ ‌পয়েন্ট এগিয়ে হিলারি। গত সপ্তাহে ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন প্রাক্তন বিদেশ সচিব। কিন্তু চলতি সপ্তাহের সমীক্ষা দাবি করেছে, ৪৭ শতাংশ ভোট তাঁর পক্ষে আর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দিকে ঝুঁকে ৪৫ শতাংশ।

গত সপ্তাহে যে ‌হিসেব ছিল যথাক্রমে ৫০ ও ৪২ শতাংশ। অন্য দিকে, এবার বিশ্বখ্যাত মার্কিন তারকা জেনিফার লোপেজের সমর্থন কুড়িয়ে নিলেন হিলারি ক্লিন্টন। মায়ামির এক জনসভায় মার্কিন এই পপ–‌তারকা ও অভিনেত্রীর সঙ্গে হিলারিকে এক মঞ্চে দেখা গেছে। সেখানেই গান গেয়ে ডেমোক্র্যাট পদপ্রার্থীর প্রতি সমর্থন জানান জে লো।-আজকাল

৩১ অক্টোবর, ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে