আন্তর্জাতিক ডেস্ক : ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।
সোমবার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কলম্বিয়া থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্পের উৎপত্তি এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।
৩১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম