সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ১২:৪৩:৪৮

এই প্রথম অফিসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলী পালন ওবামার

এই প্রথম অফিসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলী পালন ওবামার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দীপাবলী পালন করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রথমবারের জন্যে প্রদীপ জ্বালিয়ে। তাঁর আশা, ভবিষ্যতে তাঁর উত্তরসূরীরাও এই ঐতিহ্য বজায় রাখবেন।

প্রসঙ্গত, বারাক ওবামা হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রথমবারের জন্য হোয়াইট হাউসে দীপাবলী পালন করেছিলেন ২০০৯ সালে। রবিবারও তাই প্রথম হোয়াইট হাউসের ওভাল অফিসে সেখানকার ইন্দো-আমেরকান আধিকারিকদের সামনে প্রদীপ জ্বালিয়ে আবেগাচ্ছন্ন হয়ে পড়েন ওবামা। সেই মুহূর্তের ছবি তিনি নিজেই টুইটার ও ফেসবুক পেজে শেয়ারও করেছেন।

ফেসবুকে এই ছবি পোস্ট করার পর ওবামা জানান, তিনি গর্বিত বোধ করেন দীপাবলী পালনের এই ঐতিহ্য প্রথমবারের জন্যে ২০০৯ সালে চালু করতে পেরে। তিনি একথাও উল্লেখ করতে ভোলেননি, মুম্বইয়ে তাঁকে এবং স্ত্রী মিশেলকে কিভাবে এখানকার ভারতীয়রা গ্রহণ করে নিয়েছিলেন। সেবার ভারতীয়দের সঙ্গে নাচ-গানও করেছিলেন স্বস্ত্রীক ওবামা।

হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে ওবামা মূলত দীপাবলীর আসল বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। কার্যত, আলো জ্বালিয়ে অন্ধকার, যা কিছু অশুভ তাকেই সরিয়ে রাখা যায়, আর সেই বার্তায় সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন ওবামা।বিশ্ববাসীকে ওবামা তাঁর ও তাঁর পরিবারের তরফে দীপাবলীর শুভেচ্ছাও জানিয়েছেন। -এবিপি আনন্দ।
৩১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে