সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০২:৫২:৩৬

এবার সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন! আতঙ্ক এগরায়, ঘটনাস্থলে দমকল

এবার সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন! আতঙ্ক এগরায়, ঘটনাস্থলে দমকল

আন্তর্জাতিক ডেস্ক:  ফের ভারতের এরাজ্যের সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক। এবারে আগুন লাগল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ নতুন তৈরি এই হাসপাতালের পাঁচ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দা এবং হাসপাতালে কর্মরত শ্রমিকরা। দ্রুত আগুন ছ’তলায় আগুন ছড়িয়ে পড়ে।

এখনো এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়নি। শুধু একতলায় আউডডোর পরিষেবা দেওয়া হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আউটডোরে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে চলে আসেন। পাঁচ এবং ছ’তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়।

এদিকে খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের সন্দেহ, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।

কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এক্ষেত্রে হাসপাতালে কোনও রোগী ভর্তি না থাকায় বড় বিপর্যয় এড়ানো গেল।-এবেলা
৩০ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে