আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের যাবতীয় রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার জন্য ভারতের গুপ্তচর সংস্থা রিচার্স অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) দায়ী। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের নেতা হাফিজ সৈয়দ এ দাবি করেছেন। বিদেশী শক্তির এ ধরনের অপচেষ্টা মোটেই ভালো চোখে দেখছেন না- বলেও মন্তব্য করেছেন তিনি।
হাফিজ বলেন, পাকিস্তানে সমস্ত গোলমালের জন্য দায়ী ভারত। দেশটির গোয়েন্দা সংস্থা 'র' পাকিস্তানের সরকারবিরোধী দলগুলোকে মদদ দিচ্ছে। শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, পাকিস্তানে নানা সময়ে হওয়া বিক্ষোভ, খুন-রাহাজানি ভারতের ইঙ্গিতেই হচ্ছে।
তিনি বলেন, অন্যদেশের দ্বারা প্ররোচিত না হয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর নিজের ঘর সামলানো উচিত। কাশ্মীরের মানুষের অধিকার, ভারতের বাড়তে থাকা সন্ত্রাসী কাজকর্মের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করাটা এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম