আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পাকিস্তানি গুপ্তচর হিসেবে রয়েছে আরও ১৬ জন। তারা সকলেই ভারতে পাকিস্তানের দূতাবাসে রয়েছে। দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ রিমান্ডে এমনই তথ্য জানিয়েছে পাক হাইকমিশন থেকে গুপ্তচরবৃত্তির দায়ে আটক মেহমুদ আখতার।
নিয়ম মাফিক দূতাবাসের কর্মীকে শাস্তি দেওয়া বা আটক করা যায় না বলেই চরবৃত্তি ধরা পড়ার পরেই ভারত থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে মেহমুদকে। কিন্তু ওই সময়ের মধ্যেই নাকি সে জানিয়ে গেছে বেশ কিছু তথ্য। কোন কোন দূতাবাসের কর্মী গুপ্তচর হিসেবে কাজ করছেন, সেটাও নাকি চিহ্নিত করেছেন মেহমুদ।
সেই গুপ্তচরের দল নিয়মিত ভারতীয় সেনা, সীমান্ত সুরক্ষা ও কূটনৈতিক নানা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে পাঠিয়ে দেয় পাকিস্তানে। দূতাবাসের কর্মী বলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়াও যাবে না, তাই নিশ্চিন্তে কাজ করেন তারা। এই সমস্ত তথ্যই গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খুব তাড়াতাড়ি তুলে দেবে বলেই জানিয়েছে। -আজকাল।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম