আন্তর্জাতিক ডেস্ক : মাওবাদী হোক কিংবা জঙ্গিরা! প্রায়শই পুলিশের বন্দুক ছিনতাইয়ের ঘটনা ঘটে। যা নিয়ে বেশ চিন্তিত পুলিশ-প্রশাসন। সম্প্রতি কাশ্মীরে যেভাবে নিরাপত্তাবাহিনীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা বেড়ে গিয়েছে তাতে চিন্তা আরও বাড়িয়েছেন। যদিও পুলিশের চিন্তা কিছুটা হলেও কমাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
জম্মু ও কাশ্মীর পুলিশ এবার থেকে তাদের সব আগ্নেয়াস্ত্রে কম্পিউটার চিপ ঢুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সৌজন্যে ভারতীয় সেনা। সেনার পরামর্শে সমস্ত আগ্নেয়াস্ত্রে কম্পিউটার চিপ থাকবে। যাতে ছিনতাই হলে সেগুলির খোঁজ পাওয়া যায়।
কাশ্মীরে পুলিশের ডিজি (আইন ও শৃঙ্খলা সমন্বয়) এস পি বৈদ সম্প্রতি শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন যেখানে নিরাপত্তাবাহিনীর হাতিয়ার কেড়ে নেওয়ার ঘটনাগুলি নিয়ে কথা হয়। সাম্প্রতিক অস্ত্র ছিনতাইয়ের ঘটনাগুলির পিছনে হিজবুল মুজাহিদিনের হাত রয়েছে বলেই মত প্রশাসনের। হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি সংঘর্ষে খতম হওয়ার পর গত ৯ জুলাই থেকে কাশ্মীর উপত্যকায় শুরু হওয়া চলতি অশান্তি পর্বে প্রায় ১০০টি আগ্নেয়াস্ত্র নিরাপত্তা জওয়ানদের কাছ থেকে লুঠ হয়েছে।
গত তিন মাসে লুঠ হওয়া অস্ত্রের মধ্যে আছে একে-৪৭, রাইফেল, ইনসাস, কার্বাইন, সেলফ-লোডিং রাইফেল ও ৩০৩ রাইফেল। এ ধরনের ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে, দরকার হলে ছিনতাইকারীদের ওপর গুলি চালাতে হবে বলে বৈঠকে জানিয়ে দেন বৈদ, যিনি ১ জানুয়ারি থেকে জম্মু ও কাশ্মীর পুলিশের নতুন ডিজি হচ্ছেন। -কলকাতা২৪।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম