আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরলের মালপ্পুরমে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পার্ক করা একটি গাড়ির মধভে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
মঙ্গলবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে হয় এই বিস্ফোরণ। ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, টিফিন বক্সের মধ্যে রাখা ছিল বিস্ফোরক। ডিজেল ট্যাংকের তলাতেই ছিল সেই বক্স। জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টের কাছেই দাঁড় করানো ছিল গাড়িটি।
এদিন পুলিশ ব্যাটারি ও তার ছাড়াও একটি পেপার বক্স পেয়েছে পুলিশ। এছাড়াও পাওয়া গেছে একটি পেন ড্রাইভ। রয়েছে ওসামা বিন লাদেনের ছবি সহ একটি চিঠি, যেখানে মহম্মদ আখলাকের মৃত্যু সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এর আগেও একই ধরনের একটি বিস্ফোরণ হয়েছিল কোল্লামে। এর পিছনে কোনও রহস্যজনক সংগঠন আছে বলে মনে করা হচ্ছে। যে গাড়িটিতে এই বিস্ফোরণ হয়েছে, সেটি ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার রেজি কুঝিয়েল্লি ভাড়া নিয়েছিলেন। যদিও ঘটনার সময় গাড়িটি খালি ছিল। -কলকাতা২৪।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম