বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৫:০৮:০৭

কেজরীবালকে খুন করতে বাঘ লেলিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি!

কেজরীবালকে খুন করতে বাঘ লেলিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : যার দিকেই সবসময়ে তাক করা থাকে ক্যামেরার লেন্স। অথচ সেই তিনিই কি না ক্যামেরার পিছনে। মঙ্গলবার ছত্তিশগড়ে নন্দন ভান চিড়িয়াখানায় টাইগার সাফারির উদ্বোধনে গিয়ে সামনে থেকে একটি বাঘকে দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামেরা হাতে নিজেই বাঘটির ছবি তুলতে শুরু করেন তিনি।

পরে সেই ছবি নিজেই টুইটারে শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী। যা নিয়ে টুইটারে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা নানা রকম মন্তব্য করেছেন। কেউ মোদিকে কটাক্ষ করেছেন, কেউ আবার প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। কিন্তু মোদির এই বাঘের ছবি তোলার মধ্যেও অন্য চক্রান্ত দেখতে পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

এমনিতে মোদি-কেজরীবাল সম্পর্ক যথেষ্টই তিক্ত। প্রকাশ্যেই মোদিকে বিভিন্ন সময়ে কড়া আক্রমণ শানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মোদির বাঘের ছবি তোলা নিয়েও প্রধানমন্ত্রীকে বিঁধতে ছাড়েননি আম আদমি পার্টির প্রধান। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাকে মারার জন্য বাঘটিকে ট্রেনিং দিচ্ছেন এবং বোঝাচ্ছেন মোদি!’ এবেলা।

০২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে