বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৬:৫৩:২৭

ভারত-পাকিস্তানের গোলাগুলি ইস্যু: কাশ্মীরে শতাধিক স্কুল বন্ধ করার নির্দেশ

ভারত-পাকিস্তানের গোলাগুলি ইস্যু: কাশ্মীরে শতাধিক স্কুল বন্ধ করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে ১৪ জন নিহত হওয়ার ইস্যুতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে শতাধিক স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জম্মুর বেসামরিক প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সামবা, জম্মু ও কাথোয়া জেলায় প্রায় ৩০০টি মত স্কুল বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

চলতি বছরে ১৮ সেপ্টেম্বর উরির সেনাছাউনিতে জঙ্গিদের হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভারে পাকিস্তানকে দায়ী করে ভারত। জবাবে ২৯ সেপ্টেম্বর পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ভারত।

পাকিস্তান সরকারিভাবে এ অভিযোগও করেছিল যে কাশ্মীর থেকে চোখ ফেরানোর জন্যই ভারত সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জানাচ্ছে। এরপর থেকে ওই সীমান্তে দুই দেশের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটেই যাচ্ছে।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে