বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৯:০১:০৩

‘ভারতকে লক্ষ্য করে অবিরত মর্টার ছুঁড়ছে পাকিস্তান’

‘ভারতকে লক্ষ্য করে অবিরত মর্টার ছুঁড়ছে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের গ্রামগুলোকে লক্ষ্য করে অবিরত মর্টার শেলিং করছে পাকিস্তান। এমনটাই জানালেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ডিকে উপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পাক রেঞ্জার্সরা অগুন্তিবার সংঘর্ষ বিরতি ভেঙে গুলি চালাচ্ছে। তিনি আরও জানান, এই গুলির জবাব দিলেও বিএসএফ কখনই পাকিস্তানের গ্রামগুলিকে লক্ষ্য করে গুলি চালায় না। শুধুমাত্র মিলিটারি বাংকারেই গুলি চালায় বিএসএফ। ১৪টি পাকিস্তানি বাংকারকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে বিএসএফ ইন্সপেক্টর জেনারেলের মতে, পাকিস্তানের সাধারণ নাগরিকের যদি কোনও ক্ষতি হয়ে থাকে তাহলে তারা আর্মি বাংকারের খুব কাছেই বাস করেন তাই। সীমান্তের কাছে থাকা ৪০০টিস্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, এদিনই পাকিস্তান ইস্যু নিয়ে বৈঠকে বসেন  নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অজিত দোভাল, দলবীর সিং সুহাগ প্রমুখ। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর থেকে আরও অশান্ত হয়ে উঠেছে ভারত-পাক সীমান্ত।-কলকাতা২৪
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে