বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০২:১২:৫২

ভিডিও প্রকাশ করে পাক ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল বিএসএফ

ভিডিও প্রকাশ করে পাক ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক: উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক৷ তারপর একের পর এক পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন৷ প্রত্যেকবারই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা৷ মঙ্গলবার পাকিস্তানের ১৪টি সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছেন ভারতীয় জওয়ানরা৷ এবারে পাক সেনাঘাঁটি ওড়ানোর ভিডিও প্রকাশ করা হল বিএসএফ-এর পক্ষ থেকে।

৩৪ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করে সিনিয়র বিএসএফ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান ক্রমাগত ভারতীয় সীমান্ত এলাকায় আঘাত হানছে৷ প্রতিবার ভারত উত্তর দিয়েছে৷ এবারে প্রতিবেশী দেশ সাধারণ নাগরিকদের উপর হামলা চালাতে শুরু করেছে৷ তবে ভারত তা করেনি৷

ভারতীয় জওয়ানরা প্রত্যেকবার সাধারণ পাক নাগরিকদের বাঁচিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি এবং তাদের মদত দেওয়া পাক সেনাঘাঁটিগুলিতেই আক্রমণ চালিয়েছে। পাকিস্তান যতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালাবে, ততবারই ভারতীয় জওয়ানরা এভাবেই প্রত্যুত্তর দেবে জানিয়েছেন বিএসএফ আধিকারিক।-সংবাদ প্রতিদিন

০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে