আন্তর্জাতিক ডেস্ক: কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও পরিবারের লোকেদের উপর বহিরাগতদের দিয়ে হামলা চালানো অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ। বুধবার রাতে স্থানীয় কালীবাবুর বাজার এলাকার নবকুমার নন্দী লেনে হামলা চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় কিশোরীর পরিবারের মোট ৫ জন জখম হন। এদের মধ্যে একজনকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ঋত্বিক পাশোয়ান নামের ওই যুবক বছর ১৬-র এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপরই অভিযুক্ত যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই কিশোরী৷ বাড়ি থেকে পালিয়ে গেলেও ওই যুবক কিশোরীকে বিয়ে করেনি বলে অভিযোগ। উল্টে কিশোরীর পরিবারের থেকে টাকা দাবি করে অভিযুক্ত যুবক।
এই নিয়ে কিশোরীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে৷ থানায় অভিযোগ দায়ের পর থেকেই কিশোরীর পরিবারের উপরে চাপ আসত মামলা তুলে নেওয়ার জন্য। বুধবার সকালে কিশোরীর পরিবারের এক মহিলার উপর চরাও হয় বহিরাগত বেশ কয়েকজন দুষ্কৃতী। গায়ে সিগারেটের ছাঁকাও দেওয়া হয় বলে অভিযোগ।
এদিনের এই ঘটনার পর ফের হাওড়া থানায় অভিযোগ জানাতে যায় কিশোরীর পরিবার। এই সুযোগে দলবল নিয়ে কিশোরীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। লাঠি, রড, হকি স্টিক, বন্দুক নিয়ে চড়াও হয় বলে অভিযোগ ওঠে। জখম হন পরিবারের পাঁচ সদস্য৷ এদের মধ্যে একজনকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়।-কলকাতা২৪
০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ