বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৪:৩৮:৩৭

পাকিস্তানে মর্মান্তিক বিস্ফোরণ, মৃত ২০

পাকিস্তানে মর্মান্তিক বিস্ফোরণ, মৃত ২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বালোচিস্তানে পরিত্যক্ত তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে মারা গেলেন ২০ জন শ্রমিক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ কারণ এখনও ২৫ থেকে ৩০ জন শ্রমিক নিঁখোজ৷ দুর্ঘটনায় এখনও অবধি আহতের সংখ্যা ৬০৷

মঙ্গলবার সকালে গাদানির একটি বন্দরে পরিত্যক্ত ট্যাঙ্কারটিতে পরপর বিস্ফোরণ ঘটে৷ সেসময় ওখানে কাজ করছিলেন প্রায় ২৫০ জন শ্রমিক৷ পাকিস্তানের দমকল কর্মী এবং নৌসেনার কর্মীরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন৷ দশ দিন আগে ২২ হাজার টনের ট্যাঙ্কারটি আটকে পড়েছিল বন্দরে৷ সেটিকে সরানোর কাজ শুরু হয় গত মঙ্গলবার থেকে৷ তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷

এক পাক কর্মকর্তার মতে, ট্যাঙ্কারটিতে এখনও কিছুটা তেল অবশিষ্ট রয়েছে৷ ফলে মাঝেমধ্যেই বিস্ফোরণ ঘটছে এবং আগুন নেভাতেও অসুবিধা হচ্ছে৷ এছাড়া কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় মৃতের সংখ্যা আরও বেড়েছে৷ শ্রমিকদের সুরক্ষার ব্যাপারটি নিয়ে বরাবর পাকিস্তানের শ্রমিক সংগঠনগুলো অভিযোগ জানিয়ে এসেছে৷ এর আগে ২০১২ সালে করাচির একটি বস্ত্র কারখানায় আগুন লেগে মারা যায় ২৫৭ জন৷ আহত হন ৬০০ জন৷

০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে