বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৫:১৭:৪২

বোনের সম্মান বাঁচাতে গিয়ে মাথা ফাটলো ভাইয়ের

বোনের সম্মান বাঁচাতে গিয়ে মাথা ফাটলো ভাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক : বিসর্জনের শোভাযাত্রার মালবাহী গাড়ি থেকে দুই ছাত্রীর উপর ছোড়া হল চকোলেট বোমা৷ ভাইফোঁটার রাতে বোনের সম্মান রক্ষা করতে এই আচরণের প্রতিবাদ করতে গিয়ে পুজার উদ্যোক্তাদের হাতে আক্রান্ত হলেন বড় ভাই৷

রাস্তার উপরই বাঁশ দিয়ে ওই কলেজ ছাত্রের মাথায় মারা হয়৷ ভাইকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন স্কুলছাত্রী বোন ও এক বন্ধুও৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই বিষয়ে পূর্ব কলকাতার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়৷ বুধবার বিকেলেই পুলিশের হাতে গ্রেফতার হয় চার যুবক৷

পুলিশ জানিয়েছে, ভাইফোঁটার রাতে বোন ও বন্ধু-বান্ধবীকে সঙ্গে নিয়ে বেলেঘাটার একটি নামী মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন মধ্য কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভজিৎ ঘোড়ুই৷ ওই ছাত্রের সঙ্গে ছিলেন উচ্চমাধ্যমিকের ছাত্রী তার বোন, এক বন্ধু ও বান্ধবী৷ সিনেমা শেষ হওয়ার পর তারা অটো ধরার জন্য এগোচ্ছিলেন৷ তখনই চলছিল বিসর্জনের শোভাযাত্রা৷ একটি মালবাহী গাড়ি থেকে কয়েকজন যুবক দুই ছাত্রীর দিকে লক্ষ্য করে চকোলেট বোমা ছোড়ে৷ চার তরুণ-তরুণী প্রতিবাদ করে উঠলে গালিগালাজ করতে করতে চলে যায় তারা৷ বোনের সম্মান রক্ষা করতে তাদের তাড়া করেন শুভজিৎ৷ অন্যরাও দৌড়ে গিয়ে ইএম বাইপাস ও নারকেলডাঙা মেন রোডের সংযোগস্থলে গাড়িটিকে ধরে ফেলেন৷ তখনই গাড়ি থেকে চার যুবক লাঠি ও বাঁশ নিয়ে নেমে আসে৷ তারা প্রথমে শুভজিত্‍ ঘোড়ুইকে বাঁশ দিয়ে মারে৷

তার মাথায় পাঁচটি সেলাই করতে হয়৷ তার চোখের নিচে ও মুখেও আঘাত করে তারা৷ নিজের ভাইকে মারতে দেখে রুখে দাঁড়ান বোনও৷ তার ও তাদের বন্ধু আকাশের উপরও হামলা চালানো হয়৷ তারা ছুটে গিয়ে কাছেই একটি পুলিশ কিয়স্কে বিষয়টি জানান৷ ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সামনেও মারধর করা হয় বলে অভিযোগ৷

পুলিশকর্মীরা ফুলবাগান থানাকে বিষয়টি জানালে পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে৷ তখন গাড়ি নিয়ে পালায় ওই যুবকরা৷ মালবাহী গাড়িটির নম্বর পুলিশকে জানানো হয়৷ তারই সূত্র ধরে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ৷ যারা গাড়িতে ছিল, তাদের শনাক্তকরণ হয়৷ পুলিশের হাতে গ্রেফতার হয় শান্তনু প্রসাদ, সোমনাথ মাইতি, অজয় মল্লিক ও সোমনাথ বেরা নামে ফুলবাগানের ক্লাবের চার সদস্য৷ আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ৷ সংবাদ প্রতিদিন

০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে