বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৫:৩৯:২৫

‘কট্টরপন্থী মুসলিমদের পূর্ণ সমর্থন করেন হিলারী’

‘কট্টরপন্থী মুসলিমদের পূর্ণ সমর্থন করেন হিলারী’

আন্তর্জাতিক ডেস্ক : ‘‌হিলারি ক্লিন্টন পাকিস্তানের সমব্যথী!‌’‌ অভিযোগ মার্কিন রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের। একটি ভারতীয়–মার্কিন টিভি চ্যানেলে হিলারির বিরুদ্ধে একটি বিজ্ঞাপন দিয়েছে তারা।

সেখানে বলা হয়েছে, ‘‌হিলারি পাকিস্তানের সমব্যথী। সে কারণেই সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও, এতকাল পাকিস্তানকে অস্ত্রশস্ত্র কেনার টাকা জুগিয়েছে আমেরিকা। ইচ্ছা করে নরেন্দ্র মোদির ভিসা নিয়ে ঝামেলা পাকিয়েছিলেন হিলারি। আদতে কট্টরপন্থী মুসলিমদের পূর্ণ সমর্থন করেন। তাদের থেকেই নির্বাচনী প্রচারের খরচ তুলেছেন।’‌

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর স্বামী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকেও নিশানা করা হয়েছে। বলা হয়েছে, ‘‌কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পক্ষপাতী বিল ক্লিন্টন। নির্বাচনে জিতলে, পাকিস্তানি বংশোদ্ভূত নিজের ছায়াসঙ্গী হুমা আবেদিনকে নিশ্চয় হোয়াইট হাউসে নিয়োগ করবেন হিলারি।’‌

হুমা আবেদিনকে সন্ত্রাস সমর্থক বলে উল্লেখ করেছেন রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রধান সরভ কুমারও। তার অভিযোগ, ‘‌হুমার পারিবারিক ইতিহাস মোটেই সুবিধের নয়। সন্ত্রাসবাদের সমর্থক তিনি। হিলারি তাকে কেন রেখেছেন, একমাত্র তিনিই জানেন।’‌ আজকাল

০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে