বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৭:২০:৩৭

ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ চিনা সেনার, মুখোমুখি অবস্থানে দুদেশের সামরিক বাহিনী

 ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ চিনা সেনার, মুখোমুখি অবস্থানে দুদেশের সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন চিনা সেনার। খবরে প্রকাশ, লেহ থেকে ২৫০ কিলোমিটার পূর্বে ডেমচক সেক্টরে ভারত ও চিন সীমান্ত বরাবর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-তে মুখোমুখি অবস্থানে রয়েছে দুদেশের সামরিক বাহিনী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা ভারতীয় ভূখণ্ডের ভিতরে চলে আসে। জানা যায়, প্রায় ৫৫ জন পিএলএ জওয়ান ভারতের একটি প্রকল্পের কাজ বন্ধ রাখার ‘হুমকি’-ও দেয়। বিষয়টি নজরে আসতেই, তাদের আটকান প্রহরারত ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং সেনা জওয়ানরা। জানা যায়, সেখান থেকে ফিরে যেতে বলা হলেও, তাতে রাজি হয়নি পিএলএ।

এক কর্তা জানিয়েছেন, প্রথমে তারা বুধবার দুপুরে এসে রাত পর্যন্ত ছিল। এরপর ফিরে গিয়ে এদিন সকালবেলা ফের চলে আসে। এরপরই, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা আগ্রাসন রুখতে সেখানে আইটিবিপি জওয়ানরা মানব প্রাচীর গড়ে তোলে। ওই কর্তা জানান, দুপক্ষই এখন ‘চোখে চোখ’ বজায় রেখেছে।

জানা গিয়েছে, ওই অঞ্চলে বেশ কিছু পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্প করছে ভারত। যার অন্যতম হল ডেমচকের একটি সেচ প্রকল্প। মহাত্মা গাঁধী গ্রামীণ স্বরোজগার প্রকল্পের আওতায় ডেমচক গ্রামের সঙ্গে একটি উষ্ণ প্রসবণ জোড়ার কাজ করছে ভারত। তাতেই তীব্র আপত্তি রয়েছে চিনের। কয়েকদিন আগেই, উত্তরাখণ্ডের মানাতে গিয়ে প্রহরারত আইটিবিপি জওয়ানদের সঙ্গে দিপাবলী উদযাপন করে আসেন মোদী। প্রসঙ্গত, চিন-সীমান্তে এটিই ভারতের শেষ গ্রাম।

প্রসঙ্গত, ২০১৪ সালের পর এই প্রথম ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন ঘটাল চিনা সেনা। এদিনের অনুপ্রবেশের ফলে, চিনা সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের দাবি তুলেছে আইটিবিপি।-এবিপি আনন্দ
৩ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে